আফটার সেল সাপোর্ট কিভাবে দেন?
আমরা শুধু মাত্র আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইট বুঝিয়ে দিয়েই আমাদের কাজ করবো না।
আমরা চাই আপনি যেই উদ্দেশ্যে আমাদের থেকে আপনার ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে নিয়েছেন সেই কাজটি যেন সঠিক ভাবে করতে পারেন। তাই আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইট ডেলিভারি দেওয়ার পরেও যদি কখনো কোনো টেকনিক্যাল প্রবলেম হয়।
আমরা ওইটা নিজ দায়িত্বেই ঠিক করে দেব সম্পূর্ণ ফ্রিতে।
ডোমেইন এবং হোস্টিং কি প্রতি বছর রিনিউ করতে হবে?
হ্যাঁ, পরবর্তী বছর থেকে প্রতি বছর আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের জন্য ডোমেইন এবং হোস্টিং রিনিউ করতে হবে। ট্রেড লাইসেন্স এর মতো ডোমেইন ও প্রতিবছর রিনিউ করতে হয়। কিন্তু আপনি চাইলে একবার এই পাঁচ বছর বা ১০ বছরের জন্য ডোমিন রেজিস্ট্রেশন করে রাখতে পারে তাহলে আর প্রতি বছর রিনিউ করতে হবে না।
আপনি আপনার পছন্দমত দেশি অথবা বিদেশি যে কোন ডোমিন হোস্টিং সার্ভিস প্রোভাইডার কোম্পানির এর কাছ থেকে ডোমেই এবং হোস্টিং রিনিউ করতে পারবেন।
পণ্য অ্যাড করার সময় পণ্যের সাথে ভিডিও এড করতে পারবো?
হ্যাঁ আপনি চাইলে আপনার আপনার ই-কমার্স ওয়েবসাইট এ পণ্য অ্যাড করার সময় প্রতিটি পণ্যের ছবির সাথে একটি করে ভিডিও অ্যাড করতে পারবেন। আপনি প্রতিটি পণ্যের সাথে চারটি করে ছবি এবং একটি করে ভিডিও অ্যাড করতে পারবেন। পণ্যের সাথে ভিডিও এড করলে আপনার কাস্টমার আপনার পণ্য সম্পর্কে আরো ভালোভাবে বিস্তারিত বুঝতে পারবে। যার ফলে আপনার বিক্রি বৃদ্ধি পাবে আগের চেয়ে অনেক বেশি।